ইসলাম প্রচার সমিতির উদ্যোগে পথ শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

ইসলাম প্রচার সমিতির উদ্যোগে পথ শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

আজ সোমবার ইসলাম প্রচার সমিতির উদ্যোগে ঢাকার রমনায় ইসলাম প্রচার সমিতি কর্তৃক পরিচালিত পথ শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ ও তৈল। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক জনাব ফজলুর রহমান ফজলু, চেয়ারম্যান, ইসলাম প্রচার সমিতি, রামপুরা শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী ডা: রিদওয়ান উল্লাহ শাহিদী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মোস্তাফিজুর রহমান ও প্রিন্সিপাল, নয়াটোলা এন.ইউ. কামিল মাদ্রাসা, মাওলানা মুসলেহুদ্দীন। আরও উপস্থিত ছিলেন ইসলাম প্রচার সমিতির নির্বাহী মো. ছিদ্দিকুর রহমান, ইসলাম প্রচার সমিতির শাখা কমিটির নেতৃবৃন্দ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তৃতায় পথ শিশুদের শিক্ষা কার্যক্রমকে সম্প্রসারণ করে সমাজ থেকে সন্ত্রাসী ও দুর্নীতি দূর করে আদর্শ সমাজ বিনির্মাণে সমাজে বসবাসকারী বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *